সুনামগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ
 প্রকাশিত: 
                                                ২৩ আগস্ট ২০২২ ২১:২৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৩
                                                
 
                                        সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের ওপর ঝড়ে গাছ পড়ে সবগুলো মিটার ভেঙে গেছে। এতে সোমবার রাত ২টা থেকে সুনামগঞ্জের সাড়ে চার হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের ম্যানেজার শফিকুল হক জানান, সরবরাহ কেন্দ্রের ডিআরএফের ওপর গাছ পড়ে মিটারগুলো ভেঙে পড়েছে। গাছ সরানোর কাজ শুরু হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সিলেট থেকে একটি মেরামতকারী দল রওনা দিয়েছে। আরেকটি বিশেষজ্ঞ দল কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, এটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এদিকে বাইপাস লাইনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গ্যাস সরবরাহ চালু হয়েছে। মূল লাইনে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে বলে জানা গেছে।
সম্পর্কিত বিষয়:
গ্যাস


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: