নিখোঁজ শিশুর মরদেহ গণপূর্তের পানির ট্যাংকিতে
প্রকাশিত:
৪ আগস্ট ২০২২ ২৩:০১
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২১:৫৮

রাজধানীর মোহাম্মদপুরের বিজলী মহল্লায় গণপূর্তের নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংকি থেকে বুধবার সকালে শাহাদাত হোসেন নয়ন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি অরক্ষিত অবস্থায় ছিল।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. শাকিল জোয়ারদার জানান, গণপূর্তের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।
আজ সকালে পানির ট্যাংকিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। শিশুটির বাবা নুর ইসলাম ওই এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।
সম্পর্কিত বিষয়:
রাজধানী
আপনার মূল্যবান মতামত দিন: