এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : আইজিপি
 প্রকাশিত: 
                                                ২৬ ডিসেম্বর ২০২১ ০৩:২৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৩৯
                                                
                                        পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। জুমবাংলা ইউথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।
ড. বেনজীর আহমেদ বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছেন৷ তবে আমরা সকল ষড়যন্ত্রের শিকল ভেঙে সামনে এগিয়ে যাব।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়।
সম্পর্কিত বিষয়:
ড. বেনজীর আহমেদ


                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: