রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪০
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ২৩:১৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২২:১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত চালানো অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৪০ জনের কাছ থেকে ৪৬১ পিস ইয়াবা, ৩৪১ গ্রাম ২৪৬৬ পুরিয়া হেরোইন এবং ২৭ কেজি ৭৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: