রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৮
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২১ ০০:৩৫
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২২:১১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন, ফেন্সিডিল ও অন্যান্য মাদকসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত চালানো অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৮ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৬২৭ পিস ইয়াবা বড়ি, ১৮ কেজি ৯০৫ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: