চালককে পেছনে বসিয়ে ড্রাইভিং, মহাখালীতে ২ তরুণ নিহত
 প্রকাশিত: 
                                                ২৩ নভেম্বর ২০২১ ২৩:১২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০৩
                                                
 
                                        রাজধানীর মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওমর আইয়ান ও ফাহমিদ রায়হান নামের দুই তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার এসআই আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, প্রাইভেটকারচালককে পেছনে বসিয়ে ড্রাইভ করছিলেন রায়হান। রাওয়া ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আহত হন ওই গাড়ির চালক।
পুলিশের এ কর্মকর্তা জানান, দুজনের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে। আহত গাড়ির চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: