মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে আটক ৬
 প্রকাশিত: 
                                                ১৩ নভেম্বর ২০২১ ০৫:০২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১১
                                                
 
                                        মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে রাজধানীর তুরাগ এলাকা থেকে চুরি করা ৮ হাজার ৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহা ও একটি ট্রাকসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন-হাবিবুর রহমান, মারুফুল ইসলাম, বোরহান উদ্দিন, সুরুজ, রুবেল ও জহিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২)।
শুক্রবার (১২ নভেম্বর)র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরস্পরের যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রো রেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির সঙ্গে জড়িত।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা একটি বিশেষ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত। চোরাই লোহা, ইস্পাত, তার ও মেশিন বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: