মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ২৩:২৫
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২২:৩১

রাজধানীর মিরপুর-১১ নান্নু মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় রাজিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মো. লোকমান হোসেন ও সুমন নামের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ূন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পারি ওই তিনজন মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যান। ময়নাতদন্তের জন্য রাজীবের মরদেহ মর্গে পাঠানো হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, পল্লবী থেকে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত অবস্থায় এসেছে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: