বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে ৫১ দালাল আটক
প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ২০:১০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৪:৫৬

ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫১ জন দালালকে আটক করেছে র্যাব।
রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমক বলেন, বিআরটিএ অফিস থেকে ৩৬ জন এবং পাসপোর্ট অফিস থেকে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া দালালদের বিরুদ্ধে র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় এবং র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: