প্রতিদিন ৫০০০ জনকে খাবার দেবে ডিএমপি
 প্রকাশিত: 
                                                ৫ জুলাই ২০২১ ১৬:৫৩
 আপডেট:
 ৬ জুলাই ২০২১ ০২:৩২
                                                
 
                                        লকডাউনে কর্ম হারিয়ে ঘরবন্দি মানুষজনের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আজ সোমবার (০৫ জুলাই) থেকে প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় নাগরিককে খাবার দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
টানা ৭ দিন চলবে এ কর্মসূচি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে রোজ ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে।
ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মেকাবিলা করতে গিয়ে আরো বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিশ্বাস করে ‘মানুষ মানুষের জন্যে’।
সম্পর্কিত বিষয়:
লকডাউন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: