বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৪শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


বেহাল দশায় মুগদা মেডিকেল হাসপাতালের সামনের রাস্তা, ভোগান্তিতে রোগীরা


প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫ ১৮:১১

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০৬:২২

ছবি : সংগৃহীত

প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা। প্রতিদিন হাজারো রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

কিন্তু খানা-খন্দে ভরা সড়কটি রোগী ও স্বজনদের জন্য এক নতুন দুর্ভোগে পরিণত হয়েছে। গুরুতর অসুস্থ রোগী বহনকারী রিকশা কিংবা অ্যাম্বুলেন্স খানাখন্দে আটকে গিয়ে চিকিৎসা পেতে দেরি হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।

বৃহস্পতিবার (২ অক্টোবর) মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মুগদা এলাকা ঘুরে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তাটির বিভিন্ন অংশ কেটে রাখা হয়েছে। খননকাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে ভরাট করা হয়নি। পাশে পড়ে থাকা এক্সকাভেটর রাস্তা দখল করায় পথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। সেই পানি দীর্ঘসময় নামতে না পেরে এলাকাজুড়ে কাদা তৈরি হয়। এতে রোগী, স্বজন ও পথচারীদের হাঁটাচলা দুর্বিষহ হয়ে ওঠে।

হাসপাতালে আসা এক রোগীর আত্মীয় মো. দেলোয়ার হোসেন বলেন, রোগী নিয়ে এখানে আসতে ভোগান্তির শেষ নেই। রিকশা খানাখন্দে পড়ে যায়, অনেক সময় রোগী আহত হয়, ভয় পায়।

রিকশাচালক শাহিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে রিকশা চালানোই মুশকিল। হঠাৎ চাকা গর্তে পড়লে রোগী ভয় পায়, অনেক সময় পড়ে যাওয়ার উপক্রম হয়। রোগী বহন করলে আমরা দ্বিগুণ ভাড়া চাই, কিন্তু তবুও ঝুঁকি থেকে রেহাই নেই।

স্থানীয় এক দোকানদার বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে রাস্তার এই অবস্থা। মাঝেমধ্যে খোঁড়াখুঁড়ি হয়, কিন্তু কাজ শেষ হয় না। ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top