রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


খাল দখল

 অল্প বৃষ্টিতেই জলমগ্ন রাজধানীর সড়কগুলো, ভোগান্তি


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪

ছবি : সংগৃহীত

রাজধানীর খাল দখলের খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। অল্প বৃষ্টিতে জমছে পানি। এতে পথচারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সকালের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার সড়ক তলিয়ে যায়।

দুই একটি এলাকার পানি ঘণ্টা দুয়েকের মধ্যে নেমে গেলেও অনেক এলাকায় জলাবদ্ধতা ছিলো চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত।

রাজধানীর মিরপুরের কালশি এলাকার অন্যতম ব্যস্ত একটি সড়ক। এ যেন নদীতে পরিণত হয়েছে। বৃষ্টির জমে থাকা পানিতে শিশুরা মেতে উঠেছে উল্লাসে। শৈশবের সুখে ওরা ভাসলেও চরম ভোগান্তি নাজেহাল পথচারী যাত্রীরা। জমে থাকা বৃষ্টির পানিতে বিকল হচ্ছে যান। গন্তব্যে যাওয়ার বিকল্প পথ খুঁজছেন কেউ কেউ।

এই যেমন দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী আরিবা। স্কুল থেকে ফিরছেন স্বজনের সাথে। কিন্তু পথে জমে আছে পানি। যাওয়ার তো উপায় নেই। বাধ্য হয়ে খুঁজছেন বিকল্প পথ।

কালশি সড়কের জলাবদ্ধতার অন্যতম কারণ পাশের এই খালটির অনেক অংশ দখল হয়ে যাওয়া। কোথাও কোথাও সংকুচিত হয়েছে পানি প্রবাহের যায়গা। বর্জ্য-দূষণও আটকে দিচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ।

নগরবাসী জানান, বারবার কথা দিয়েও কথা রাখছে না সিটি করপোরেশন। তাদের অভিযোগ খালগুলো দখলমুক্ত করার দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ভোগান্তি পিছু ছাড়ছে না।

দিনভর উত্তরা, শ্যওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর নিউমার্কেট এলাকাসহ অনেক এলাকাতেই এমন জলাবদ্ধতা দেখা গেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top