বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


রাজধানীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫২

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮), রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫), মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.আনোয়ার হোসেন (৫৪), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫), ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো.আব্দুল্লাহ (৩১), কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি এন্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩), মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৩) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো: এরশাদুল কবির আবিদ (৪২)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আল ইমতিয়াজকে একই রাত আনুমানিক ৮টায় ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। রাত আনুমানিক ৯ টায় রমনা এলাকায় অভিযান পরিচালনা করে ফাতেমা আলমকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।

অন্যদিকে রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটে খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

তিনি বলেন, রাত আনুমানিক পোন ১২টায় আবদুল্লাহ সিকদারকে শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ।

অপরদিকে আরেক অভিযানে রাত আনুমানিক ২টায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে গ্রেপ্তার করে। রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটে হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। ভোর আনুমানিক ৫ টা ১৫ মিনিটে মো.এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top