বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


যান চলাচল শুরু

ঘণ্টাব্যাপী অবরোধের পর আগারগাঁও মোড় ছাড়লেন শিক্ষার্থীরা


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৫:২০

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৮:০৫

ছবি ‍সংগৃহিত

অবশেষে রাজধানীর আগারগাঁও মোড় থেকে সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধের পর দুপুর একটার দিকে দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়।

এর আগে তিন দফা দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন। এ কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘণ্টাব্যাপী চলা ‘ব্লকেড’ কর্মসূচির কারণে এই সড়কসহ আশপাশে তীব্র যানজট তৈরি হয়। এ সময় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে দাবি আদায়ে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সড়কে যান। ঘণ্টাখানেক আগারগাঁও মোড় ব্লকেড করে রাখেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানের দশম গ্রেডের পোস্ট কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে কৃষিবিদ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

বুধবার (২৭ আগস্ট) রাতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top