শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৮শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫


প্রকাশিত:
১২ জুলাই ২০২৫ ১২:২১

আপডেট:
১২ জুলাই ২০২৫ ১৯:২৮

ছবি সংগৃহীত

রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংস হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত র‍্যাব ও ডিএমপি মিলে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে আরও একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোহাগ হত্যার ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে।

রাতে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কেরাণীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে ওই হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহগকে পাথরের আঘাতে হত্যা মামলার ২ আসামি ঢাকার কেরাণীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকায় থেকে গ্রেপ্তার র‌্যাব-১০।

গ্রেপ্তাররা হলেন- লম্বা মনির ও আলমগীর।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top