একজনের করোনা পজেটিভ আসায় চট্টগ্রামে ২১২ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে
প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ১৭:৫০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০০:০৯

চট্টগ্রাম মেট্রপলিটনের এক পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসায় তার সংস্পর্ষে আসা প্রায় ২২৫ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি উনি যেভানে থাকতের সে ব্যারাকটি লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, আমাদের একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত ওই পুলিশ সদস্য সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাকে থাকতেন। এ ঘটনায় ওই ব্যারাকটি লকডাউন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওই সদস্য ট্রাফিক পুলিশে কর্মরত। বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১২ এপ্রিল) তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসার পর তাকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: