৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১৯:৫১
আপডেট:
২৫ মে ২০২৫ ০১:৪৫

রাজধানীর পল্টন এলাকা থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন— রহিম (২৬) ও শফিউল্লাহ (২৪)।
শনিবার (২৪ মে) সকালে পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির গুলশান বিভাগ সূত্র জানায়, পল্টনের আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় রহিম ও শফিউল্লাহর কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মাদক মামলা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর পল্টনসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: