দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত:
৩ মে ২০২৫ ১৫:৩৩
আপডেট:
৪ মে ২০২৫ ০৪:৩৬

গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনটি ফায়ার স্টেশনের ছয় ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় শনিবার (৩ মে) দুপুর ২টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ছোট-বড় ২০টির মতো ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, এই এলাকার নিকটবর্তী কোনাবাড়ী ফায়ার স্টেশনে বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটে তারা দুটি ইউনিট এখানে ঘটনাস্থলে আসে। ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তার আগেই আগুনটা বড় আকার ধারণ করে। এখানে ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুট গুদাম আছে, বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার বড় একটি গুদাম আছে। আশপাশে আরও ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।
আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিস দুইটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ২০টির মতো ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে। সবশেষ দুপুর ২টা পাঁচটি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আর আগুন ছড়াবে না, আমরা এখান থেকেই পুরোপুরি কন্ট্রোল করতে পারবো।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: