জাতীয় বার্নের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫ ১১:০১
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০০:১৪

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, পলাশ নামের ওই যুবক ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১ এর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
‘যেহেতু পেছন দিক থেকে পড়ে মারা গেছে, সেহেতু ১৫তলা ছাড়া আর কোথাও দিয়ে পড়ার সুযোগ নেই,’ বলেও উল্লেখ করেন ডা. শাওন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: