মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা, গুম করতে লাশ ফেলা হয় হাতিরঝিলে


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১১

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক স্কুলছাত্রীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উম্মোচন করেছে পুলিশ। ওই স্কুলছাত্রীকে হত্যার আগে গণধর্ষণ করা হয়েছিল। গণধর্ষণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়া হয়। এরপর ফ্ল্যাটে ডেকে পাঁচজন মিলে গণধর্ষণ করে তাকে হত্যা করে। পরে গুম করতে মরদেহ রিকশাযোগে মহাখালী থেকে হাতিরঝিল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রিকশা থেকে হাতিরঝিলের ঢালে ফেলে দেওয়া হয় লাশ।

রাজধানীর দক্ষিণখান এলাকার চাঞ্চল্যকর ওই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-রবিন ও রাব্বি। রবিন পেশায় একজন গাড়িচালক। রাব্বি মৃধা নির্দিষ্ট কোনো পেশা নেই। তাদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান।

এর আগে গতকাল রোববার ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী দক্ষিণখানের একটি স্কুলে পড়ত। মা-বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল সে।

গ্রেফতারকৃত দুই যুবক পুলিশকে জানিয়েছে, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে অনলাইনের পরিচয়ের সূত্র ধরে মহাখালীর একটি ফ্ল্যাটে ডেকে আনা হয়। এরপর রবিনসহ পাঁচজন মিলে হাত-পা বেঁধে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করে।

সংবাদ সম্মেলনে ডিসি রওনক জাহান বলেন, নিহত কিশোরী গত ১৬ জানুয়ারি কেনাকাটা করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরই প্রেক্ষিতে ২৭ জানুয়ারি একটি মামলা করেন নিহতের বাবা। মামলার তদন্তে নেমে কিশোরীর মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। দুইজনকে গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। দুই দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। এরপর রবিন ও রাব্বিকে করে পুলিশ।

ডিসি জানান, দুই যুবক পুলিশের কাছে স্বীকার করেন, পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এতে তার মৃত্যু হলে মরদেহ হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রোববার ওই কিশোরীর মরদেহ হাতিরঝিল থেকে উদ্ধার করেছে পুলিশ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top