শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ০৩:২৮

আপডেট:
১৭ মে ২০২৪ ০৮:৩০

রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী।

রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসকল কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এম পি আকবর হোসেন পাঠান (ফারুক)সহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম
আইএসপিআর জানায়, জীবাণুনাশক স্প্রে ছেটানোর আগে রাজধানীর ভাষানটেক এলাকায় গরীব, দুঃস্থ ও আসহায় ৫০০ পরিবারের মাঝে চাল-৭ কেজি, ডাল-২.৫ কেজি, তৈল-২.৫ কেজি, চিনি-১ কেজি, আলু- ৫ কেজি, লবন-১ কেজি, সাবান- ৬টি ও মাস্ক-৪টিসহ ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।

রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী করতে নানা পরামর্শ দেয়।এর পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জনগণের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পর্কিত বিষয়:

নৌবাহিনী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top