মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১


খুলে দেওয়া হয়েছে বনানী-কাকলী ক্রসিং


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮

আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ১৩:৫৪

ফাইল ছবি

বনানী-কাকলী ক্রসিং । চালু হয়েছে বনানী কবরস্থানের সামনের ক্রসিংও। এখন থেকে বনানী-২৭ নাম্বার রোড দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরে। গুলশান ট্রাফিক বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ব্যাপারে গুলশান ট্রাফিক বিভাগের ফেইসবুক পেজেও সচেতনতামূলক পোস্ট প্রচার করা হয়েছে।

তাতে উল্লেখ করা হয়েছে, সম্মানিত নগরবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে, এখন থেকে ২৭ নাম্বার রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে।

তবে ২৭ নং রোড ওয়ান ওয়ে (একমুখী ) করা হয়েছে। অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নাম্বার হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নাম্বার রোডে ঢুকতে পারবে না। এ ছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২( ব্লক কে) ,২৪, ২৬, ২৮ থেকে ২৭ নাম্বার হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে),২৪,২৬,২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নং রোড ব্যবহার করতে পারবেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top