মার্সষ্টিচ এর সৌজন্যে পরিচ্ছন্নতা কার্যক্রম
প্রকাশিত:
১২ আগস্ট ২০২৪ ১৮:৩৫
আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৬
দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে রাজধানীর টংগী ও আশপাশের বিভিন্ন এলাকায় টীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্সষ্টিচ লিমিটেড এর উদ্যোগে টহল, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচি পালিত হচ্ছে। এতে করে সংশ্লিষ্ট এলাকায় জনগণের মধ্যে স্বস্তি বিরাজ করছে এবং প্রশংসা জুগিয়েছে।
টীম গ্রুপের মহাব্যবস্থাপক সাইফুল্লাহ জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন তারা। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর থেকেই টীম গ্রুপের এম ডি আব্দুল্লাহিল রাকিব এবং ডি এম ডি আবদুল্লাহিল নাকিব এ ধরনের সমাজসেবামূলক কাজে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। তাদের অনুপ্রেরণায় আমাদের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করছে।
এ সময় মার্স ষ্টিচ লিমিটেড এর মহাব্যাবস্থাপক আজমল জানান, এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে এলাকাবাসী এবং অফিসগামী মানুষ স্বস্তি প্রকাশ করেছে। তারা জানান টীম গ্রুপের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সম্পর্কিত বিষয়:
মার্সষ্টিচ লিমিটেড
আপনার মূল্যবান মতামত দিন: