আজ ঢাকার বায়ুর মান ‘মাঝারি’
 প্রকাশিত: 
                                                ২৪ জুন ২০২৪ ১০:২৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৪:৪৩
                                                
 
                                        ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ৯টায় একিউআই স্কোর ৬৪ নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ২৬তম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার বাতাসকে ‘মাঝারি’ শ্রেণিতে বিবেচনা করা হয়েছে।
কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ হলে বাতাসের মান ‘মাঝারি’ বলে বিবেচিত হয়, ১০১ থেকে ১৫০ এর মধ্যে বায়ুর মান ‘সংবেদনশীল গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ১৫০ থেকে ২০০ এর মধ্যে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া ৩০১+ হলে তাকে ‘বিপজ্জনক’ বলে মনে করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
একিউআই স্কোর যথাক্রমে ১৭১, ১৬৮ ও ১৫৮ স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, ভারতের দিল্লি ও ইন্দোনেশিয়ার জাকার্তা।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন- এই পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল বাংলাদেশে একিউআই সূচক।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লুএইচও) এর মতে, বায়ু দূষণ প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটায়। প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ বায়ুদূষণ।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: