ওয়ারীতে আবাসিক ভবনে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান
প্রকাশিত:
৪ মার্চ ২০২৪ ১৭:১৮
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২২:০৮
রাজধানীর ওয়ারী এলাকায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন।
শুরুতে তারা র্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।
এ বিষয়ে উপ-কমিশনার আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে।
আপনার মূল্যবান মতামত দিন: