রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


গুলশানে ভবন থেকে পড়ে বিদেশির মৃত্যু


প্রকাশিত:
৩ মার্চ ২০২৪ ১৮:১১

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২২:১৪

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতের একটি ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। নিহত কর্মকর্তার নাম ইসমাইল গিল সেরানো।

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন, আজ (রোববার) দুপুরের দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয় পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে। আমাদের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হতে পারে।

নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, ইসমাইল গিল সেরানো স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছেন। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের ফোন করে অভিযোগও জানিয়েছিল। মরদেহ এখন ঘটনাস্থলে আছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:

পিংক সিটি স্পেন দূতাবাস

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top