ফকিরাপুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৩:৫৫

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল জামে মসজিদের নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আশিকুর রহমান।
রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আশিকুর মসজিদে রাজমিস্ত্রির কাজ করতেন। রাতের দিকে কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: