রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


অপ্রয়োজনে ঘরের বাইরে থাকলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২৮ মার্চ ২০২০ ০২:৪৮

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৩:৫০

ফাইল ছবি

উপযুক্ত কারণ ছাড়া অহেতুক বাইরে বের হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী জানান, অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি ধানমন্ডিতে দুটি এনজিওর পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করছিলেন।

এ সময় আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘রাস্তায় যারা বের হচ্ছেন, তাদের নিষেধ করবেন যেন রাস্তায় বের না হয়। অহেতুক যেন ভিড় না করেন। অহেতুক যেন জনসমাগম না হয়। সেগুলো সম্পর্কে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। সবার প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করুন।’


সম্পর্কিত বিষয়:

স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top