সড়ক দুর্ঘটনায় রাজধানীর বকশি বাজারে নিহত ১
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ২২:২১
আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১২:৪৬

রাজধানীর বকশি বাজারে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহতের নাম আরিফ হোসেন (৩০)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টার দিকে এক পথচারী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ওই যুবক জানিয়েছেন, একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়েছে। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: