যাত্রাবাড়ীতে এক কিশোরের আত্মহত্যা
প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২২ ০০:৩২
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২২:২৯

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকার একটি বাসায় মো. হৃদয় মিয়া (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বাদল হোসেন জানান, তার ভাই বাবা-মায়ের সঙ্গে থাকতো। গত রাতে নিজের রুমে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রানীপাড়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
সম্পর্কিত বিষয়:
রাজধানী
আপনার মূল্যবান মতামত দিন: