গাছ দিয়ে আদিম মানুষের ভয়ঙ্কর অস্ত্র
প্রকাশিত:
১১ মে ২০২০ ২৩:২৬
আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৭
যুগের বিবর্তনে এসেছে আধুনিক মারণাস্ত্র। কিন্তু অস্ত্রের ব্যবহার শুরু তো আদিম যুগ থেকেই। সেই আদিম যুগের বিশেষ এক মারণাস্ত্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সেনেগালের কেডৌগৌ নামক স্থানে শিম্পাঞ্জিদের কার্যকলাপ পর্যবেক্ষণকালে দেখা গেছে, ওরা গাছের শক্ত ডাল ভেঙে নিয়ে ছাল আর শাখা-প্রশাখা ছাড়িয়ে নিজেদের দাঁতের সাহায্যে ডালের এক প্রান্ত ছুঁচাল করে নিয়ে বেশ বিপজ্জনক ধরনের বর্শা বানিয়ে ফেলে।
প্রত্নতাত্ত্বিকদের মতে, এ ধরনের বর্শা প্রায় খ্রিস্টপূর্ব ৪০০ হাজার বছর আগে ব্যবহৃত হতো। জার্মানির ব্রেমেনের কাছাকাছি অঞ্চলেও শিকারিরা ঠিক এ ধরনের বর্শার সাহায্যেই শিকার করত বলে প্রমাণ রয়েছে। খ্রিস্টপূর্ব ২৫০ হাজার বছর আগে গাছের ডালের এ বর্শাগুলো আগুনে সেঁকে আরও শক্ত করে নেওয়া হতো বলে ধারণা করা হয়। তারও আগে খ্রিস্টপূর্ব ২৮০ হাজারের আশপাশের সময়ে গাছের ডালের এক প্রান্তে ছুঁচাল পাথর বেঁধে বর্শা তৈরি করে শিকার করত আদি মানব।
এ বর্শা দিয়ে তারা গোটা একটা ম্যামথ শিকার করতেও পিছপা হতো না। জার্মানির ব্রেমেন অঞ্চলে ঠিক এই জাতীয় বর্শাবিদ্ধ ম্যামথের কঙ্কাল আবিষ্কার সেটাই প্রমাণ করে। সাহারা আর মধ্য আমেরিকায়ও এ ধরনের বর্শার সাহায্যে শিকারের প্রমাণ পাওয়া গেছে। ডেইলি মেইল।
সম্পর্কিত বিষয়:
মরণাস্ত্র
আপনার মূল্যবান মতামত দিন: