মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank

মেসেঞ্জারে একত্রে ভিডিও দেখার সুবিধা চালু করছে ফেসবুক


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ০২:২০

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৯

ফাইল ছবি

মেসেঞ্জার অ্যাপে অনলাইনে থাকা বন্ধুদের সঙ্গে একত্রে ভিডিও দেখার সুবিধা চালু করছে ফেসবুক।

গতকাল সোমবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার অ্যাপে বিশেষ সুবিধা হিসেবে বন্ধুদের সঙ্গে একত্রে ভিডিও দেখার সুবিধা যুক্ত করা হচ্ছে। এতে বন্ধুদের প্রতিক্রিয়াও একই সময়ে সরাসরি জানার সুযোগ হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘ওয়াচ টুগেদার’। এতে একজন ব্যবহারকারী সর্বোচ্চ আটজন বন্ধুকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত করতে পারবেন। এ ছাড়া তাঁদের ভিডিও কনফারেন্সিং টুল মেসেঞ্জার রুমসের মাধ্যমে সর্বোচ্চ ৫০ জনকে যুক্ত করা যাবে।

গত জুলাইয়ে ভিডিও কনফারেন্সিং সেবা জুমকে টেক্কা দিতে রুমস সেবাটি চালু করে ফেসবুক। ওই সময় করোনাভাইরাসে ঘরে আটকে থাকা অনেক মানুষ ভিডিও সেবা ব্যবহার বাড়িয়ে দেন। তাই রুমস নামটিকে বেছে নেয় ফেসবুক।

করোনা পরিস্থিতিতে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় ফেসবুক এ ক্ষেত্রে জোর দিতে শুরু করে।

নেটফ্লিক্সেও এ ধরনের ফিচার রয়েছে, যার নাম ‘নেটফ্লিক্স পার্টি’। এতে একাধিক ব্যক্তি একসঙ্গে যুক্ত হয়ে একই স্ক্রিনে ফিল্ম দেখতে পারে। ফেসবুকে মেসেঞ্জার রুমসে মানুষকে আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে।


সম্পর্কিত বিষয়:

ফেসবুক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top