শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

Rupali Bank

হোয়াটসঅ্যাপ গোপন কথা শুনছে কি না জানালো গুগল


প্রকাশিত:
১৫ মে ২০২৩ ১৮:৫৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০১:৩০

 ফাইল ছবি

রাতে ঘুমানোর সময় হোয়াটসঅ্যাপ গোপনে নজরদারি করছে? অ্যান্ড্রয়েডে ফোনের মাইক্রোফোনের সাহায্যে এই ঘটনা ঘটছে! এমনই দাবি করেছিলেন টুইটারের এক ইঞ্জিনিয়ার।

ইলন মাস্কও বলেছিলেন, ‘হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।’ অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুলল গুগল। জানালো, এটি আসলে এক ধরনের বাগ!

মাস্ক ও তার কোম্পানির ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে উত্তর দিয়েছিল হোয়াটসঅ্যাপ। অভিযোগ স্বীকার করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি মাইক্রোফোন দ্বারা রেকর্ডিং নিয়ে অ্যান্ড্রয়েডের ঘাড়ে দোষ চাপিয়েছিল। ইঞ্জিনিয়ার যে ফোনটি ব্যবহার করছিলেন, সেটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, গুগল পিক্সেল ৭ প্রো ফোন।

সে সময় হোয়াটসঅ্যাপ বলেছিল, এই সমস্যা তাদের নয়। মাইক্রোফোন চালিয়ে রাখার কাজটি অ্যান্ড্রয়েড করেছে।

ফলে গুগলও বিষয়টির মধ্যে জড়িয়েই পড়েছিল। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছিল গুগলকে।

এবার গুগলের এক মুখপাত্র জানালেন, বাগের কারণে এমন হয়েছে।

বাগ কী? সহজ করে বলতে গেলে, সফটওয়্যার বা হার্ডওয়্যারে অপ্রত্যাশিত কারিগরি বিভ্রান্তি তৈরি হলে তাকেই বাগ বলা হয়। এই সমস্যা প্রোগ্রামারদের পক্ষে আগে থেকে ধরাণা করা সম্ভব হয় না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top