বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ১৭:২৫

আপডেট:
১৭ অক্টোবর ২০২১ ১৭:৩৭

ছবি-সংগৃহীত

আজ থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। ইতিমধ্যেই সব গুলো দল তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে।

উক্ত দল গুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড ২০০৭, ২০০৯ এবং ২০১০ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ী। তবে আতর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখনো ছু্তে পারেনি ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্মের ট্রফি।

চলুন দেখে নেই কোন দলের হয়ে কারা খেলছেন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে-

ইংল্যান্ড: ওয়েন মরগ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলী, জস বাটলার, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, টাইমাল মিলস, মার্ক উড, ডেভিড উইলি ও ক্রিস ওকস।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ -অধিনায়ক), আসিফ আলি, হারিস রউফ, আজম খান, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়াইব মাকসুদ।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন,মোহাম্মদ শামি, রাহুল চাহার, আক্সার প্যাটেল, ইশান কিশান ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ -অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজেলজেলউড, মিচেল মার্শ, জশ ইংলিস, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন ও অ্যাডাম জ্যাম্পা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top