রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


দুয়ো শুনে লিভারপুল কোচ বললেন, ‘সমর্থকদের হতাশা পুরোপুরি বুঝি’


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬ ১৭:২৯

আপডেট:
১৮ জানুয়ারী ২০২৬ ১৭:৩১

ছবি-সংগৃহীত

বার্নলির বিপক্ষে অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র করার পর লিভারপুল সমর্থকদের অসন্তোষকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন কোচ আর্নে স্লট। শনিবারের প্রিমিয়ার লিগ ম্যাচ শেষে গ্যালারি থেকে দুয়োধ্বনি শোনা গেলেও সেটিকে ‘বিরক্তি’ হিসেবে দেখছেন ডাচ কোচ।

ম্যাচের ৪২ মিনিটে আক্রমণভাগের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজের গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে মার্কাস এডওয়ার্ডসের গোলে সমতা ফেরায় বার্নলি।

এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে অ্যানফিল্ডে লিগে ওঠা তিনটি নতুন দলের কারও বিপক্ষেই জিততে পারল না লিভারপুল। সবশেষ চার লিগ ম্যাচে তাদের জয় মাত্র একটি। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকলেও পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে লিভারপুল এগিয়ে আছে মাত্র এক পয়েন্টে।

ম্যাচ শেষে স্লট বলেন, সমর্থকদের প্রতিক্রিয়া দুয়োধ্বনি নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ। একই সঙ্গে বার্নলির রক্ষণাত্মক দৃঢ়তার প্রশংসাও করেন তিনি। স্লট বলেন, “আমার কাছে এটা দুয়োধ্বনি মনে হয়নি, বরং হতাশা বলেই মনে হয়েছে। আমরা লিভারপুল, আর প্রতিপক্ষ বার্নলি- যাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তারা দারুণভাবে ডিফেন্ড করেছে, গোললাইন থেকে বল ক্লিয়ার করেছে, কোচ হিসেবে যা যা চাইবেন তারা সবই করেছে আমাদের গোল করতে না দেওয়ার জন্য।”

তিনি আরও যোগ করেন, “কিন্তু লিভারপুল যদি ঘরের মাঠে বার্নলির সঙ্গে ড্র করে হতাশ না হয়, তাহলে সেটাই বড় সমস্যা। আমি সমর্থকদের হতাশা পুরোপুরি বুঝি। আমার নিজেরও একই রকম হতাশা আছে, খেলোয়াড়দেরও আছে।” উল্লেখ্য, চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এটি তৃতীয়বারের মতো লিড নিয়েও পয়েন্ট হারাল লিভারপুল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top