শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


ইয়ামাল-তোরেসের গোলে শেষ আটে বার্সেলোনা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৬ ১১:৩৭

আপডেট:
১৬ জানুয়ারী ২০২৬ ১৪:৪৭

ছবি-সংগৃহীত

ফেরান তোরেস ও লামিন ইয়ামালের গোলে কোপা দেল রের কোয়ার্টার–ফাইনালে উঠেছে বার্সেলোনা। বৃহস্পতিবার শেষ ষোলোতে দ্বিতীয় বিভাগে খেলা রেসিং সান্তান্দারকে ২–০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচটি সহজ হবে ভাবলেও রেসিং প্রত্যাশার চেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তবু স্প্যানিশ দুই তারকা তোরেস ও ইয়ামালের গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা ১১তম জয়।

ঘরের মাঠে রেসিং দুটি গোল করলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। বার্সা খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও কাজের কাজটি ঠিকই করে নেয়। ম্যাচ শেষে ফেরান তোরেস বলেন, “আমরা ভাবিনি ওরা আমাদের জন্য এতটা কঠিন হবে। জানতাম ধৈর্য ধরে খেলতে হবে, মাঠটা চওড়া করতে হবে। শেষ পর্যন্ত সেটা কাজে লেগেছে।”

বুধবার রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ায় শক্তিশালী একাদশ নামান বার্সা কোচ হান্সি ফ্লিক। একাদশে ছিলেন কিশোর তারকা লামিনে ইয়ামালও। ১৫ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই বলের দখল নেয় বার্সেলোনা। তবে প্রথমার্ধে সেই দখল থেকে বড় সুযোগ তৈরি করতে হিমশিম খেতে হয় তাদের। একবার মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে দানি ওলমো সুযোগ পেলেও ঠিকমতো শট নিতে পারেননি।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় বার্সা। শেষ পর্যন্ত ফারমিন লোপেসের পাসে একক প্রচেষ্টায় গোলরক্ষককে কাটিয়ে গোল করেন তোরেস। গোল শোধে মরিয়া হয়ে ওঠে রাসিং। দুইবার বল জালে পাঠালেও অফসাইডে গোল বাতিল হয় মানেক্স লোজানোর। যোগ করা সময়ে একেবারে একা পেয়ে যাওয়া লোজানোর শট দারুণভাবে ঠেকান বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া।

শেষ মুহূর্তে রাফিনিয়ার ক্রসে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন লামিনে ইয়ামাল। তাতেই ২–০ গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। অন্য ম্যাচে বুরগোসকে ২–০ গোলে হারিয়ে কোয়ার্টার–ফাইনালে উঠেছে ভ্যালেন্সিয়া।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top