রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


নাঈমকে নেওয়ার কারণ জানালেন তামিম


প্রকাশিত:
২৯ মে ২০২১ ১৯:৪৪

আপডেট:
২৯ মে ২০২১ ১৯:৪৭

ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের স্কোয়াডে লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনায় মাতে দেশের ক্রিকেটপ্রেমীরা।

প্রথম ম্যাচে লিটন ও মিঠুন দুজনেই শূন্য রানে আউট হলে সমালোচনার ঝড় সাইক্লোনে রূপ নেয়।

শেষ ম্যাচে লিটন দাসের বদলে একাদশে ঠাঁই পান স্কোয়াডে ডাক পাওয়া নাঈম শেখ। সেই নাঈমও সুযোগ পেয়ে ক্লিক করতে পারলেন না। ২ বলে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তিনি।

প্রশ্ন উঠেছে, সিরিজের শুরু থেকে স্কোয়াডে থাকা বাঁহাতি ওপেনার সৌম্য সরকার থাকতে কেন নাঈম শেখকে নেওয়া হলো?

ম্যাচ শেষে সেই প্রশ্নের জবাবও দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। নাঈম ব্যর্থ হলেও তার পাশেই আছেন অধিনায়ক।

তামিম বলেন, ‘হ্যা, আপনি সৌম্য আর নাঈমকে নিয়ে তর্ক করতে পারেন। কিন্তু আমিসহ সবাই মনে করেছি নাঈমের সুযোগ পাওয়া উচিত। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে এবং নেটে তাকে সে খুব ভালো ব্যাটিং করেছে। দূর্ভাগ্যবশত সে আজ ক্লিক করতে পারেনি। আমি আশা করি, এটাই তার সবচেয়ে বাজে পারফরম্যান্স হোক। আশা করি সে আরও সুযোগ পাবে।’

নাঈমের পাশে থাকলেও বাদ পড়া লিটনের বিপরীতে কথা বলেননি তামিম।

বাংলাদেশ দলের এ ড্যাশিং ওপেনার বলেন, ‘লিটন ভালোই সুযোগ পেয়েছে। সে সম্ভবত আট-নয়টা ওয়ানডে ম্যাচ খেলেছে। দূর্ভাগ্যজনক যে সে তার সামর্থ্য অনুসারে পারফর্ম করতে পারেনি। কিন্তু এখানেই লিটনের শেষ নয়। আমরা সবাই জানি ও কতটা ভালো, ও কতটা স্পেশাল।’


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top