মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই শুরু সেপ্টেম্বরে
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২০ ১৪:১২
আপডেট:
৮ জুন ২০২৩ ০৮:১৫

ফিফা আগেই বলেছিল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন ধরনের ফুটবল খেলা চালানো যাবে না। কিন্তু লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল হাঁটতে চাইছে এর উল্টো পথে! মেসি-নেইমারদের কাতার বিশ্বকাপের বাছাই পর্ব আগামী সেপ্টেম্বরেই শুরু করতে চায় তারা।
এক ভিডিও কনফারেন্সের আলোচনার এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। অবশ্য এই বাছাই শুরু হওয়ার কথা ছিল মার্চে। করোনাভাইরাসের কারণেই তা স্থগিত হয়ে গিয়েছিল।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব সদস্য, ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনা শেষে কনমেবল জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাছাই পর্ব শুরু হবে। ফরম্যাটও একই থাকবে, খেলা হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। অবশ্যই এখনো নিশ্চিত হয়ে কিছুই জানাইনি তারা।
এদিকে এই বছরেই হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কমেবল জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে সেটি হবে আগামী বছরের জুন-জুলাইয়ে। প্রতিযোগিতাটি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। দক্ষিণ আমেরিকার দশটি দশসহ কাতার ও অস্ট্রেলিয়া অতিথি হিসেবে খেলবে এতে।
আপনার মূল্যবান মতামত দিন: