শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


ভারতকে হারানোর ‘ফর্মুলা’ দিলেন শোয়েব মালিক


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ০৯:১৬

ছবি- সংগৃহীত

বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ। এই ম্যাচের দিকে তাকিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে ভারতকেই ফেবারিট মনে করছেন বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ভারতকে হারানোর ৫টি ‘ফর্মুলা’দিয়েছেন।

শোয়েব মালিক মনে করেন, শুরুতেই বল হাতে যদি ঝড় তুলতে পারেন পাকিস্তানি পেসাররা, তাহলে বদলে যেতে পারে ম্যাচের হিসাব।

পাকিস্তানের একটি টেলিভিশনে এ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মালিক বলেছেন, ‘টসের ভাগ্য তো কারও হাতে নেই। তবে পাকিস্তানের সেরা সুযোগ তখনই আসবে, যদি তারা ভারতের শুরুর দিকে তিন-চারজন ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতে পারে। কম রানে ভারতকে আটকে দিতে পারলেই খেলাটা অন্য রকম হবে।’

শোয়েব মালিক বলেছেন, ‘এভাবে খেলতে পারলে ভারতের রান ১৫০-১৬০-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব। আমার মতে, এমন পরিস্থিতিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে জিততে পারে।’

পাকিস্তানি এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘দ্বিতীয় পরিস্থিতিটা হলো মাঝের ওভার। এখানে যদি আমাদের স্পিনার সুফিয়ান মুকিম আর আবরার আহমেদ, দুজনই ৩টা করে উইকেট নিতে পারে, তাহলেই আসল সুযোগ তৈরি হবে। শর্ত হলো, দুজনকেই একসঙ্গে খেলাতে হবে। কারণ, ভারত আগে ব্যাট করুক বা পরে, তাদের ব্যাটসম্যান যদি আউট না হয়, তাহলে আপনি খেলায় থাকতেই পারবেন না।’

দুই দলই ভালো ফর্মে আছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছিল। সেই রান তারা তাড়া করে মাত্র ৪.৩ ওভারে। অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৬০ রান করে এবং ওমানকে মাত্র ৬৭ রানে অলআউট করে দেয়।

টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই। দুই দলের ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতেই ভারত জিতেছে। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কম রানের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top