রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


করুনার সেঞ্চুরি, উইকেটের খোঁজে বাংলাদেশ


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ১৮:২৫

আপডেট:
৫ মে ২০২৪ ২০:৫৭

 সেঞ্চুরি হাঁকালেন দিমুথ করুনারত্ন। ছবি: সংগৃহীত

প্রায় আড়াই দিন ব্যাট করে ৫৪১ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। মোমিনুলদের রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টাতেই সেঞ্চুরি পূরণ করেছেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নে। অন্যদিকে উইকেটের খোঁজে বাংলাদেশের বোলাররা।

আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে আজ শনিবার ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের ১২তম ওভারেই নিজের ১১তম টেস্ট শতক পূরণ করেন ৮৫ রান নিয়ে খেলতে নামা করুনারত্নে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে লঙ্কান অধিনায়ক বল খেলেন ২৪৭টি, চার মারেন ৮টি। পরে অবশ্য তাসকিনের একই ওভারে তিনটি চার মেরে অপরাজিত আছেন ১১৭ রানে।

অন্যপ্রান্তে ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন ২৬ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভা। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত রান এসেছে ৮৮টি। যাতে ২৯ ওভার ধরে উইকেটের খোঁজে সফরকারী বোলাররা। ৯২ ওভার খেলা শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২৮৩।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার পড়া তিনটি উইকেট ভাগ করে নিয়ে সফল হয়েছেন মিরাজ, তাসকিন ও তাইজুল। অন্যদিকে ১৫ ও ১০ ওভার করে বল করেও উইকেটহীন এবাদত ও আবু জায়েদ।


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top