সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


এতো টাকা কী করে দেবেন উমর আকমল


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ২২:৫৯

আপডেট:
৬ মে ২০২৪ ০০:১৪

ছবি: সংগৃহীত

গত এক বছর ধরে সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল।

২০২০ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুইবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি সাড়ে ৪২ লাখ রুপি (বাংলাদেশি মূদ্রায় ২৩ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা) আর্থিক জরিমানাও করে।

আপিল করে তিন বছরের সেই শাস্তি কমিয়ে এক বছরে নিয়ে আসলেও সাড়ে ৪২ লাখ রুপি জরিমানায় ছাড় দিচ্ছে না পিসিবি।

এত অর্থ জরিমানা থেকে রেহাই মিলছে না লাহোরে জন্ম নেয়া এই ক্রিকেটারের। এমন শাস্তিতে বিপাকে পড়েছেন উমর আকমল।

ক্রিকেট খেলতে না পারায় অর্থনৈতিক মন্দায় ভুগছেন তিনি। তার পক্ষে এতো অর্থ পরিশোধ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

যে কারণে পিসিবির কাছে আকমলের আবেদন, এ মুহূর্তে একসঙ্গে এত অর্থ জরিমানা গুণার সামর্থ্য নেই তার। বোর্ড যদি মাফ না-ই করে তবে এই সাড়ে ৪২ লাখ রুপি যেন কিস্তিতে শোধ করার সুযোগটা করে দেয়।

কিন্তু ৩০ বছর বয়সী এই পাক তারকার আকুতিতে মন গলেনি পিসিবির কর্মকর্তাদের। আকমলের সেই আবেদন নাকচ করে দিয়েছে তারা।

পিসিবির পক্ষ থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ওই সাড়ে ৪২ লাখ রুপি একসঙ্গেই দিতে হবে আকমলকে। না হলে কিছুই করার নেই।

সর্বশেষ পাকিস্তান জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন উমর আকমল। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১২১ ওয়ানডে খেলে ৩১৯৪ রান করেছেন উমর আকমল, যেখানে দুটি সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরি রয়েছে।

১৬ টেস্টে তার সংগ্রহ ১০০৩ রান, যেখানে একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে।


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top