কোহলিকে টপকে এক নম্বরে বাবর
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ২২:৪৭
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৯:৪৯

৫০ ওভারের ম্যাচ ওয়ানডে-তে সময়ের সেরা ব্যাটসম্যান কে- প্রশ্নে ভারতদলের অধিনায়ক বিরাট কোহলির নামই উচ্চারণ হতো। দীর্ঘ ৩ বছর ৪৪ দিন ধরে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন কোহলি।
এবার শীর্ষস্থান হারালেন। তাকে টপকে এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হালনাগাদ ওয়ানডে ব্যাটিং র্যাংকিং তাই বলছে।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত র্যাংকিংয়ে দেখা গেছে- ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন বিরাট কোহলি। তার চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে অর্থাৎ ৮৬৫ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানটি দখল করেছেন বাবর আজম। হালনাগাদ র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে পাকিস্তানের আরো কয়েকজন তারকার।
তারা হলেন পাকিস্তানের ফাখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর পাক দলের ব্যাটসম্যানদের এমন উন্নতি ঘটেছে।
সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন বাবর আজম। সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে একটি সেঞ্চুরি, এতটি ফিফটিতে ২২৮ রান সংগ্রহ করেছেন বাবর। এর মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে পেয়েছে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট। সবমিলিয়ে এ সিরিজে তার অর্জন ২৮ রেটিং পয়েন্ট। যা তাকে কোহলিকে হটিয়ে এক নম্বরে স্থান পাইয়ে দিয়েছে।
অন্যদিকে বাঁহাতি ওপেনার ফাখর জামার তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরিতে করেছেন ৩০২ রান। যার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছেন ক্যারিয়ার সেরা সাত নম্বর স্থানে।
বোলিংয়ে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১১তম স্থানে এসেছেন শাহিন আফ্রিদি এবং ২৯ ধাপ এগিয়ে ৯৬ নম্বরে উঠে এসেছেন নওয়াজ।
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর। এর আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩) ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন।
সম্পর্কিত বিষয়:
ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: