রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


প্রথম ম্যাচে অনুজ্জ্বল মুস্তাফিজ


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২১ ১৮:৫৫

আপডেট:
১৩ এপ্রিল ২০২১ ২০:৩০

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

অনেকদিন পর আইপিএলে খেলতে নেমে খুব একটা সাফল্য পাননি বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। গতকাল সোমবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে চার ওভার বল করে পাননি কোনো উইকেট। আর খরচ করেছেন ৪৫ রান।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ যেমন সাফল্য পাননি, জিততে পারেনি তাঁর দল রাজস্থান রয়্যালসও। তারা হেরেছে চার রানে।।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২২১ রান করে পাঞ্জাব। জবাবে ২১৭ রানে থামে রাজস্থানের ইনিংস।

ম্যাচে অসাধারণ একটি ইনিংস খেলেছেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। ৬৩ বলে ১১৯ রান করেও দলকে জেতাতে পারেননি। তাঁর ইনংসে ৭টি ছক্কা ও ১২টি চারের মার ছিল।

ম্যাচ জিততে শেষ বলে রাজস্থানের দরকার ছিল ৫ রান। কিন্তু শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে পারেননি ম্যাচটি জেতাতে।

এদিকে আইপিএলে এর আগে দুটি দলে খেলেছিলেন মুস্তাফিজ। প্রথম আসরে খেলেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন তিনি। মাঝখানে দুই মৌসুম খেলেননি।

সংক্ষিপ্ত স্কোর:

পাঞ্জাব কিংস : ২০ ওভারে ২২১/৬ (রাহুল ৯১, আগারওয়াল ১৪, গেইল ৪০, হুডা ৬৪, শাহরুখ ৬*; সাকারিয়া ৪-০-৩১-৩, মুস্তাফিজ ৪-০-৪৫-০, মরিস ৪-০-৪১-২, পারাগ ১-০-৭-১)।

রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ২১৭/৭ (স্টোকস ০, ভোহরা ১২, স্যামসন ১১৯, বাটলার ২৫, দুবে ২৩, পারাগ ২৫, মরিস ২*; শামি ৪-০-৩৩-২, রিচার্ডসন ৪-০-৫৫-১, আর্শদ্বীপ ৪-০-৩৫-৩, মেরেডিথ ৪-০-৪৯-১)।

ফল: পাঞ্জাব কিংস ৪ রানে জয়ী।


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top