মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


১৮ রানের জয়ে বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫ ১২:৩৯

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪২

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে ৫ উইকেটে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প পুজি নিয়ে আশা জাগিয়েও ২ উইকেটের হারে। তাতে বিশ্বকাপে পরের পর্বে জেতে শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না।

এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২১ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটিশদের ইনিংস। তাতে ১৮ রানের জয়ে সুপার সিক্সে টাইগ্রেস মেয়েরা।

১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানের মাথাতেই দুই ওপেনারকে হারায় স্কটল্যান্ড। তবে খেলাটা জমিয়ে রেখেছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর। এই জুটিতে বেশ কিছুক্ষণ সঠিক পথেই ছিল স্কটিশরা। তবে দলীয় ৯২ রানে পিপা আউট হতেই কক্ষপথ থেকে ছিটকে যায় স্কটল্যান্ড।

শেষ পর্যন্ত ধুঁকে ধুঁকে ২০ ওভার ১০৩ রান পর্যন্ত যেতে পারে স্কটিশরা। তাতে ১৮ রানের জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে উঠে টাইগ্রেস মেয়েরা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোসাম্মৎ আনিসা আক্তার সোবা।

এদিন আগে ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।

লাল-সবুজদের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে ২১ রান। স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা নেন দুটি করে উইকেট। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল নেন একটি করে উইকেট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top