মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


‘তোমার শিক্ষার অভাব আছে’, মেসিকে বললেন সাবেক ফুটবলার


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫ ১৬:৪৫

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২২

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারের নতুন মৌসুম এখনো শুরু হয়নি। এখন চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি। প্রাক্‌-মৌসুমে বছরের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামি মাঠে নেমেছিল মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে। মিয়ামির হয়ে এ ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যাচে গোলও করেছেন, কিন্তু তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা অন্য এক কারণে।

নেভাদায় অনুষ্ঠিত এই ম্যাচে মেসি গোল করার পরও নির্ধারিত সময়ের মধ্যে জয়ের দেখা পায়নি মিয়ামি। ২-২ গোলে ড্র হওয়ার পর অবশ্য ট্রাইবেকারে জয়ের দেখা পায় মিয়ামি। এদিকে এ ম্যাচে মেসিকে লক্ষ্য করে দুয়ো দিয়েছিলেন ক্লাব আমেরিকার সমর্থকরা।

তবে সমর্থকদের দুয়ো দেওয়া কে স্বাভাবিক ভাবে নেননি আলবিসেলেস্তেদের অধিনায়ক। তিনিও মাঠেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্লাব আমেরিকার সমর্থকদের ইঙ্গিত করে তিনি নিজের তিন আঙ্গুল দেখান। মেসি মূলত বোঝাতে চেয়েছেন যে, আমার দেশের তিনটি বিশ্বকাপ আছে, তোমার দেশের একটিও নেই।

মেসির এমন আচরণ সামাজিক মাধ্যমেও বেশ ভাইরাল হয়েছিল। এদিকে মেসির এমন ব্যবধার নিয়ে তুমুল সমালোচনা করেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাউতিস্তা মেসির শিক্ষার অভাব আছে বলেও মন্তব্য করেছেন। সাবেক এই মেক্সিকান ফুটবলার বলেন, ‘আমি তোমাকে খেলোয়াড় হিসেবে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে বাজে আচরণ করা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকেই দেখিয়ে দেয়।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top