সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


যে রেকর্ডের মালিক শুধুই বাবর আজম


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২১ ১৭:১৪

আপডেট:
৩ এপ্রিল ২০২১ ১৮:৪৪

সেঞ্চুরিয়ানে সেঞ্চুরির পর বাবর আজম। ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল পাকিস্তান। এই জয়ের মূল ভিত গড়ে দেয় অধিনায়ক বাবর আজমের চোখধাঁধাঁনো সেঞ্চুরি।

তার নেতৃত্বসুলভ ব্যাটিংয়ের পর শেষ বলে জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ।

১৭ বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ বলে ১০৩ রান করেন বাবর। আর এমন নজরকারা ইনিংসের পর অনন্য এক রেকর্ড বগলদাবা করেন বাবর।

হাশিম আমলা-বিরাট কোহলিদের পেছনে ফেলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৩ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবর।

মাত্র ৭৬ ইনিংস খেলে ১৩ সেঞ্চুরি করেছেন তিন ফরম্যাটের পাক অধিনায়ক বাবর আজম। পুরুষদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে এত কম সময়ে ১৩ সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ক্রিকেটার।

১৩ সেঞ্চুরি করতে প্রোটিয়া কিংবদন্তি খেলেছেন ৮৩ ইনিংস। আর ৮৬ নম্বর ইনিংসে নিজেদের ১৩তম সেঞ্চুরি করেছিলেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

নারী ক্রিকেটে সমান ৭৬ ইনিংসে ১৩ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাগ ল্যানিং।

এছাড়াও পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েছে বাবর। গতবছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top