বুধবার, ১১ই সেপ্টেম্বর ২০২৪, ২৭শে ভাদ্র ১৪৩১


বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৪ ১৬:৫২

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩১

ফাইল ছবি

সর্বশেষ তিনটি হোম সিরিজে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে খেলার কৌশল এখনো খুঁজে পায়নি তার দল, এমনটাই বলছেন পাকিস্তানের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা।

তিনি বলেন, ‘আমরা ২০১৯ সাল থেকে ঘরের মাঠে খেলছি, অন্য দলগুলো তো আরও বেশি সময় ধরে ঘরের মাঠে খেলছে। নিজেদের মাঠে আমাদের কৌশল কী হবে, সেটা এখনো আমরা ঠিক করতে পারিনি।’

‘একেবারে সত্যি কথা যদি বলি, ঘরের মাঠে যেহেতু ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে খেলেছি, আমরা এখনো নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি, যে কৌশল আমাদের ব্যাটিং, বোলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায়। এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। দল হিসেবে জিতব কীভাবে, সেটা জানতে হবে। কোন কন্ডিশনে আমাদের সঙ্গে বেশি মানানসই; কীভাবে শুধু লড়াই করার চিন্তা নয়, প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারব, সেটা ভাবতে হবে।’

এই সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে কাজ শুরু করছেন জেসন গিলেম্পি। মাসুদের বিশ্বাসে কিছুটা ঘাটতি থাকলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। পাকিস্তান দলের সামর্থ্য আশা দেখাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দল সব বিভাগেই দারুণ। পেস বোলিং, স্লোয়ার বোলিং, কিংবা বাউন্সি উইকেট, যেখানে পেসাররা সহায়তা পায় বা ধীরগতির উইকেট, সবখানেই। আমাদের আসলে নমনীয় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা কীভাবে খেলতে চাই তার একটা পরিকল্পনা নিশ্চিতভাবে দ্রুতই পেয়ে যাব।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top