আর্জেন্টিনাকে ফাইনালে তুলে অবসরের আভাস দিলেন মেসি
 প্রকাশিত: 
                                                ১০ জুলাই ২০২৪ ১১:২৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪৭
                                                
 
                                        দাপুটে পারফর্ম্যান্সে টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আসরজুড়েই দুর্দান্ত খেলা লিওনলে স্কালোনির শিষ্যরা কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আলবিসেলেস্তেদের ফাইনালে তোলার ম্যাচে প্রথমে গোল করেছেন জুলিয়ান আলভারেজ। এরপর এবারের আসরে নিজের প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। দারুণ এক জয়ের পর ফুটবল জাদুকর আভাস দিয়েছেন বিদায়ের।
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নিজের ক্যারিয়ারের অপূর্ণতা ঘুচিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন তাই উপভোগ করছেন ফুটবল জাদুকর। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আবারও ফাইনালে ওঠা এবং প্রতিদ্বন্দ্বিতা করে আবারও চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি এগুলো শেষ লড়াই এবং আমি এসব সর্বোচ্চ উপভোগ করছি।’
কোপা আমেরিকাইয় এবারই শেষবারের মত খেলছেন- সে কথা বলাই যায়। একই সঙ্গে আনহেল ডি মারিয়ারও এটিই শেষ। মেসি নিজেও স্মরণ করিয়ে দিয়েছেন একই কথা। তিনি বলেন, ‘উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওতার (নিকোলাস ওতামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।’
এদিকে গতবারের মতই এবারও আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতবে সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন ফুটবল জাদুকর। তিনি বলেন, ‘আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো অভিযাত্রা অনেক কঠিন ছিল। আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।’



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: