মিয়ামি থেকেই ফুটবলকে বিদায় বলবেন মেসি
 প্রকাশিত: 
                                                ১৩ জুন ২০২৪ ১৯:৩২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:১৯
                                                
 
                                        ইন্টার মিয়ামির হয়ে দ্বিতীয় মৌসুম খেলছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি দিয়েই পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে চান আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। বার্সেলোনা দিয়ে ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী। তার ক্যারিয়ারের প্রায় সব অর্জনই এসেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে।
তাই ফুটবলপাড়ায় গুঞ্জন ছিল, বার্সেলোনাতে ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। যদিও এবার আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলে মেসি নিজেই সব গুঞ্জনের ইতি ঘটালেন। ইন্টার মিয়ামির হয়ে চলমান মৌসুমে ১২ গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও নয়টি। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমার মনে হয় ইন্টার মিয়ামিই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। আমার বর্তমান সময়ের ভাবনা এমনই।'
অবসর কথা ভেবেই মন খারাপ হয় কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারের, 'আমি অবসর নিয়ে কখনও চিন্তা করি না। সব সময় উপভোগের চেষ্টা করি। এ কারণেই আমি সবকিছু আরও বেশি উপভোগ করতে পারছি। আমার চলার পথটা ক্রমেই ছোট হয়ে আসছে। আমি বিষয়টা বুঝতে পারছি। আমি ভালো সময় কাটাচ্ছি। সতীর্থ ও বন্ধুদের নিয়ে ক্লাবে বেশ উপভোগ করছি। জাতীয় দলের আমার সময়টা দারুণ কাটছে। সেখানেও আমার বেশ কয়েকজন বন্ধু আছে।'
'সারাটা জীবন ধরে আমি ফুটবল খেলে আসছি। আমার কাজ এই একটাই। আমি ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন ফুটবলের সঙ্গে উপভোগ করি। একদিন ফুটবল ছাড়তে হবে এটা ভাবতেই একটু ভয় লাগে।'



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: