গ্রিন ডট বল' নিয়মে ২০২৪ আইপিএলে যে পরিমাণ গাছ লাগাচ্ছে বিসিসিআই
প্রকাশিত:
২৭ মে ২০২৪ ২০:১৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৯:১৪

ক্রিকেট এখন যতটা বোলারদের, তার চেয়ে বেশি ব্যাটারদের খেলা। আর টি-টোয়েন্টি হলে তো কথাই নেই। চার-ছক্কার বৃষ্টিতে ভিজতে চান দর্শকেরা। ডট বল হলেই বরং হতাশা গ্রাস করে গ্যালারি কিংবা টিভির সামনে বসে থাকা ক্রিকেট ভক্তদের। গতবছর আইপিএল থেকে ডট বলেরও মূল্য আছে! প্লে অফ থেকে প্রত্যেক ডট বলের জন্য ৫০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
প্লে অফের জন্য এই বিশেষ পরিকল্পনা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল- এই চার ম্যাচে যত ডট বল হবে, তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল। সবুজায়নের ওপর বিশেষ জোর দিতে ২০২৩ আইপিএল মৌসুম থেকে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
সেই পরিকল্পনা থেকেই ২০২৪ মৌসুমে প্লে অফের চার ম্যাচ মিলিয়ে ৩২৩টি ডট বল হওয়ায় এবার ১ লক্ষ ৬১ হাজার ৫০০ গাছ লাগাবে টাটা গ্রুপ ও বিসিসিআই।
আপনার মূল্যবান মতামত দিন: